ঢাকা | নভেম্বর ৯, ২০২৪ - ৩:৩৭ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রাকের চাপায় নারী পোশাক কর্মী নিহত

  • আপডেট: Wednesday, June 21, 2023 - 2:55 pm

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম মোসা. আলো (৩৩)। তিনি জামালপুরের মেলান্দহ থানার চংদারীয়া এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী।

আজ বুধবার ২১ জুন সকালে কারখানায় যাওয়ার পথে ঢাকা বাইপাস সড়কের ভোগড়া মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী ট্রাকের চাপায় নিহত হন।

 

জিএমপির বাসন থানার এস আই রোকন মিয়া জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরি করতেন আলো। বুধবার সকালে কারখানায় যাওয়ার পথে তিনি ঢাকা বাইপাস সড়কের ভোগড়া মোড় পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় চালক জাহাঙ্গীর আলমকেসহ ট্রাকটি আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।