ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

আনোয়ারায় ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট: Friday, February 9, 2024 - 9:13 am
আনোয়ারা (চট্টগ্রাম), মাজেদুল ইসলাম ।।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিক্ষায় উদ্বুদ্ধ করণে  ক্ষুদে ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  উপজেলার ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুদুরা সারদা চরন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে আমরা ডুমুরিয়া রূদুরার সন্তান নামের একটি সংগঠন।
স্থানীয় সমাজকর্মী  মহিউদ্দিন মানিকের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্তিতি ছিলেন সাংবাদিক সরোজ আহমেদ, গ্রেটার ম্যানচেষ্টার সিটি চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, ইঞ্জিয়ার  হাবিবউল্লাহ , রবিন বড়ুয়া, ও ডুমুরিয়া- রূদুরা গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।