ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৪:২০ অপরাহ্ন

শিরোনাম

ভূজপুরে প্রবাসী স্ত্রীর উপর হামলার অভিযোগ

  • আপডেট: Sunday, March 24, 2024 - 10:49 am
আজিজ, ভুজপুর: ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারীর নাম পারভিন আক্তার (৩২)। তিনি দুবাই প্রবাসী মোহাম্মদ রুবেলের স্ত্রী।
গত শুক্রবার দুপুরে ভূজপুর থানাধীন ভূজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সিংহরিয়ার সরদার পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগ থেকে জানা যায়,  শুক্রবার জুমার পরে দুপুরে পারভিন আক্তার তাঁর শাশুড়িকে টাকা দেওয়ার বিষয়কে কেন্দ্র করে দেবর সিএনজি চালক মামুন লাঠি দিয়ে মারধর করে। এ বিষয়ে ভূজপুর থানায় পারভিন আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। তিনি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নেন।
এ ব্যাপারে ভূজপুর  থানায়  জানতে চাইলে বিষয়টি আমলে নিয়ে তদন্ত চলছে জানান।