ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

  • আপডেট: Tuesday, February 6, 2024 - 5:25 pm
মোহাম্মদ হোসেন, হাটহাজারী।। 
চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক  সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত  হয়েছে। (৬ফেব্রুয়ারি) মঙ্গলবার  চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক ও চট্টগ্রাম রাউজান সড়ক   এ সব দুর্ঘটনা ঘটেছে।
 সকালে  উপজেলার  মনিরা পুকুরপাড়  দীপক মিত্র (৬২) নামে এক যাত্রী ও উপজেলা ইছাপুর  বাজার এলাকায় কামাল উদ্দিন  (৩০)  নামে অপরজন  নিহত হয়েছে।  দীপক মিত্র পটিয়া উপজেলার ২ নং কচুয়াই ইউনিয়নের ভক্ত ফরিকরের বাড়ি মৃত নির্মল মিত্রের পুত্র। কামার উদ্দিন পৌরসভার দেওয়ান নগর সন্দীপ পাড়া মৃত কানছনের ছেলে।