ঢাকা | নভেম্বর ৫, ২০২৪ - ৫:৫০ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

  • আপডেট: Tuesday, September 5, 2023 - 12:40 pm

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বলেন,  সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। তাঁরা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ পরিবেশন করে সমাজ এবং রাষ্ট্রের ইতিবাচক দিক জনগণের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সমাজের  নানা অসংগতিও  তাদের লেখনীর মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরবেন।

তিনি মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় কাপ্তাই প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

উপজেলা সদর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই সহকারী কমিশনার ( ভূমি)  সৈয়দ ফারহানা পৃথা, রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা,  কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্ল্যা আল বাকের, কাপ্তাই  সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া  এবং উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু।

মতবিনিময় সভায় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।