ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ৪:২৪ অপরাহ্ন

শিরোনাম

স্থানীয় সরকার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে উন্নয়ন মেলার উদ্বোধন 

  • আপডেট: Sunday, September 17, 2023 - 5:09 pm

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:  জাতীয় স্থানীয় সরকার দিবস  উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার হতে কাপ্তাইয়ে শুরু হয়েছে  ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা।

এই উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্টিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর  সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান  নাছির উদ্দীন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর  মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি ( তদন্ত)   নুরে আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।

এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে একটি র‍্যালী  কাপ্তাই উপজেলা পরিষদ সামনে হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা উন্নয়ন মেলার ষ্টল পরিদর্শন করেন।