ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৪:২২ পূর্বাহ্ন

সুবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, March 5, 2024 - 2:59 pm

ইউসুফ আলী খান।।

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় থানার সুবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ )বিকালে সুবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে রশিদ দেওয়ারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের দেওয়ান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ আইয়ুব খান ও মোছা: ফারজানা শিরিন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান আব্দুল গফুর দেওয়ান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রী লক্ষণ চন্দ্র সরকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর আশুলিয়া থানা কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর আলম রাজু , মোঃ হাবিবুর রহমান, শ্রী রঞ্জিত সরকার,মো: পারভেজ দেওয়ানসহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন।, প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।