ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম

মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের কর্মপরিকল্পনা সভা ও সাসটেইনিবিলিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, September 26, 2023 - 12:37 pm

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস।।

ইউএসএআইডির আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) বাংলাদেশ প্রকল্পের আয়োজনে চট্টগ্রামে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের কর্মপরিকল্পনা সভা ও সাসটেইনিবিলিটি প্রশিক্ষণ  ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্টিত হয়। মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের দায়িত্ব কর্তব্য সম্পর্কে এবং এমএফ এর কার্যক্রম পরিচালনায় ভূমিকা সম্পর্কে সেশন পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন,  মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম এর সাসটেইনেবিলিটি এবং স্থায়িত্ব বৃদ্ধির কর্ম কৌশল সম্পর্কে সেশন পরিচালনা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান। দলীয় কার্যক্রম পরিচালনা করেন ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি । এরপর কর্মপরিকল্পনা সভা অনুষ্টিত হয়। এতে মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের আয়োজনে অক্টোবর ২০২৩ মাসে সুশীল সমাজ ও যুবদের অংশগ্রহনে রাজনৈতিক সম্প্রীতি সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর পর মুক্ত আলোচনা অনুষ্টিত হয়। এতে অংশগ্রহন করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক জিন্নাত সুলতানা ঝুমা, দপ্তর সম্পাদক তাসরিফুল ইসলাম জিল্লু, অর্থ সম্পাদক সুলতানা রহমান, সিনিয়র সদস্য মাহমুদুর রহমান মান্না, এডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া, মোহাম্মদ সাইফুল আলম, তারেক রহমান। এছাড়াও সভায় ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের ২২তম ক্লাসের গ্র্যাজুয়েট ইয়াং ফেলো আবু জিহাদ সিদ্দিকী, মোহাম্মদ জিয়াউল হক সোহেল ও শেখ শারমিন আক্তার সাথী এফএ এফ চট্টগ্রামের নতুন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত হয় এবং প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এছাড়াও ডেমোক্রেসী ইন্টান্যাশনাল চট্টগ্রামের সিনিয়র অপারেশন এসিস্ট্যান্ট মোঃ আবুল হাসান চৌধুরী রণি সহ মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (এম এ এফ) চট্টগ্রামের সদস্য গণ উপস্থিত ছিলেন ।