ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

বরিশাল নগরজুড়ে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে নগরবাসী

  • আপডেট: Thursday, September 28, 2023 - 6:31 am

বরিশাল থেকে পারভেজ।।

বরিশাল নগরীতে হঠাৎ করে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। এদের মধ্যে রয়েছে বেশকিছু রোগাক্রান্ত কুকুর।এসব রোগ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন স্থানীয় জনগন। একই সঙ্গে কুকুর আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা।

অন্যদিকে সদর হাসপাতালের কর্মকর্তারা জানান , কয়েকমাস ধরে জলাতঙ্ক প্রতিরোধে ও  কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন দেওয়া হচ্ছে প্রতিনিয়ত।

নগরীর রিকশা চালক ছগির হোসেন জানান, রাতে রাস্তার  মাঝখানে একসঙ্গে ১০/১২টি কুকুর ঘুরে বেড়ায়। এতে অনেক সময় গাড়ি চালাতে বেগ পেতে হয়। আবার হর্ন দিলে তারা এদিক সেদিক দৌঁড় দেয় এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকে। অনেক চালক কুকুরের কারণে মারাত্মক সব দুর্ঘটনার শিকার হয়েছেন।

কালুশাহ সড়ক এলাকার বাসিন্দা জাবির আহমেদ বলেন, বরিশালে হঠাৎ করে বেওয়ারিশ কুকুরের পরিমাণ অনেক বেড়ে গেছে। এসব কুকুর দলবেঁধে বিভিন্ন সড়কে ঘোরাফেরা করছে। ফলে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন। কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া। আমরা আগে দেখতাম বছরের একটা নির্দিষ্ট সময়ে বেওয়ারিশ কুকুর ও রোগাক্রান্ত কুকুর মেরে মাটিচাপা দেওয়া হতো কিন্তু কয়েকবছর ধরে সেটা আর দেখছি না।

এ ব্যাপারে নগরভবনে যোগাযোগ করা হলে কর্মকর্তারা বলেন, আমাদের কুকুর নিধনের কোনো নির্দেশনা নেই। তাই সিটি এ ব্যাপারে কিছু করতে পারবে না। তবে যেহেতু জনসাধারণের সমস্যা হচ্ছে তাই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।