ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

চৌহালীতে বিএনপি নেতা বহিষ্কারে, যুবদল নেতার মিষ্টি বিতরণ

  • আপডেট: Wednesday, January 3, 2024 - 5:27 pm

সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় বিএনপি নেতা বহিষ্কারে মিষ্টি বিতরণ করেন, চৌহালী উপজেলা যুবদলে যুগ্ন সাধারণ সম্পাদক মান্না সিকদার। চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদের দক্ষিন পাড়া সংলগ্ন বটতলার মিষ্টি বিতরণ করেন।

গত রবিবার বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চৌহালী উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান তিন নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার তিন নেতা, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধরন সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও বর্তমান চৌহালী উপজেলা কমিটির সহ-সভাপতি বাবুল সরকার, সদস্য ইউনুস সিকদার কে বহিস্কার করা হয়। বহিষ্কারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চৌহালী উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মান্না সিকদার, জন- সাধারনের মাঝে মিষ্টি বিতরন করেন।