ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম

গ্যাস লিকেজ থেকে আগুন: তিন সন্তান-স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর মৃত্যু 

  • আপডেট: Friday, November 1, 2024 - 4:41 pm

জাগো জনতা অনলাইন।। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনায় তিন সন্তান ও স্বামীর মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেলেন দগ্ধ মোছা. শেলী আক্তার (৩৫)। শুক্রবার বিকেল ৩ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।

শেলীর হবিগঞ্জের নবীগঞ্জ থানার সুজাপুর গ্রামের আনোয়ারের মেয়ে। বর্তমানে রূপগঞ্জ এলাকায় স্বামীর সঙ্গে পরিবার নিয়ে থাকতেন। সেখানে এক পোশাক কারখানায় কাজ করতেন তিনি। এর আগে গত ২৬ অক্টোবর একই পরিবারের দগ্ধ ছয় জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকাল তিনটার দিকে আইসিইউতে শেলী আক্তারের মৃত্যু হয়। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। আরেক মেয়ে মুন্নি হাসপাতালে ভর্তি রয়েছে। তার শরীরের
২০শতাংশ দগ্ধ। মুন্নির অবস্থাও আশঙ্কাজনক। এর আগে তার দুই ছেলে, এক মেয়ে ও স্বামীর মৃত্যু হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’