ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

কাশিমপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট: Wednesday, July 19, 2023 - 2:12 pm

ইউসুফ আলী খান : গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ফারুক হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

মঙ্গলবার(১৮ জুলাই )রাত ০৯:৪৫ ঘটিকায় দিকে কাশিমপুরের ৫নং ওয়ার্ডের বাগবাড়ী(ডেঙ্গারপাড়)এলাকায় আসামী ফারুক হোসেনের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় চলছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল উদ্দিন নামের আরেক মাদক কারবারি পালিয়ে যান।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল,তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।