ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

কাশিমপুরে শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ

  • আপডেট: Tuesday, June 20, 2023 - 5:32 pm

ইউসুফ আলী খানঃ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হামিম গ্রুপের দ্যা টস ইট গার্মেন্টস এর শ্রমিকরা।

বুধবার (১৪ জুন) সকাল ৮টার দিকে বাসা থেকে অফিসে যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় কল্পনা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

এ সময় প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। দ্যা টস ইট গার্মেন্টস এর শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে গার্মেন্টস এর সামনে অংশ ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

পরে ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং কাশিমপুর মেট্রোপলিটন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এর সমন্বয়ে সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।