ঢাকা | নভেম্বর ১৫, ২০২৪ - ১০:৩৫ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা

  • আপডেট: Tuesday, February 20, 2024 - 11:19 am
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন, রচনা এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,  পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য,  তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা,  কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, নির্বাহী সদস্য রওশন শরীফ তানি এবং আবৃত্তি শিল্পী খোদেজা আক্তার ভাষা।
এসময়   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।