ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৩:৪২ পূর্বাহ্ন

কাজী মজিবকে হুমকি দেওয়ার প্রতিবাদে পিসিএনপি’র বিবৃতি

  • আপডেট: Sunday, June 2, 2024 - 8:40 pm

মোঃ হাবীব আজম, রাঙামাটি:

বান্দরবান জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানকে নিয়ে মিথ্যাচার ও অশালীন স্লোগান, বক্তব্য ও কেএনএফ এর প্রাণনাশের হুমকির প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে (১ জুন) শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি’র কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বলেন,
গত ২৪ মে বান্দরবান জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এবং সোস্যাল মিডিয়ায় পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানকে নিয়ে মিথ্যাচার, অশালীন স্লোগান, বক্তব্য ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। (১ জুন) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির মিটিং চট্টগ্রামের অক্সিজেনে কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়। এতে মহাসচিব মোঃ আলমগীর কবিরের সঞ্চালনায় কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। এতে পিসিএনপি’র স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মিটিং থেকে যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোঃ আলমগীর কবির বলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ একটি অসাম্প্রদায়িক এবং পার্বত্য অঞ্চলের অধিকারহারা নিপীড়িত গণমানুষের অধিকার আদায়ের সংগঠন। পার্বত্য অঞ্চলের সমুদয় সমস্যা ও অসংগতি নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, মহিলা পরিষদ ও যুব পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে গত ২৩ মে ২০২৪ইং তারিখে বান্দরবান সদরের গ্রান্ড ভ্যালী রেস্টুরেন্টে কেএনএফ’র সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে যৌথবাহিনীর চলমান অভিযান অব্যাহত রাখা, হিলটেক্স রেগুলেশন-১৯০০ শাসনবিধি বাতিল এবং লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা এম. রুহুল আমিন, লামা উপজেলা পিসিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, পিসিএনপি নেতা এ্যাডভোকেট মোঃ ইব্রাহীম সহ নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে” সংবাদ সম্মেলন করে।
কিন্তু গত ২৪ মে ২০২৪ইং তারিখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ভূইফোঁড় সংগঠন আখ্যা দিয়ে বান্দরবান জেলা সদরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে দাঁড়িয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সংগঠনের সম্মানিত চেয়ারম্যান পার্বত্য বন্ধু কাজী মোঃ মজিবর রহমান মহোদয়কে নিয়ে মিথ্যাচার এবং অশালীন স্লোগান ও বক্তব্য প্রদান করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং বাস্তবতা বিবর্জিত। এছাড়াও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বিভিন্ন সোস্যাল মিডিয়ায় কাজী মোঃ মজিবর রহমানকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ উক্ত হীন কর্মসূচি ও বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা উক্ত ঘৃণ্য বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামের চলমান বৈষম্য, নৈরাজ্য নিরসনে ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাই।

এহেন মিথ্যা বানোয়াট অশালীন বক্তব্য, আপত্তিকর স্লোগান, মিথ্যা মামলা ও কেএনএফ এর প্রাণনাশের হুমকির প্রতিবাদে পিসিএনপি’র পক্ষ থেকে নিম্নে উল্লেখিত কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়:

ক) ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

খ) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

গ) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ঘ) খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ঙ) বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।