কাঁচা মরিচ- লায়ন মো. গনি মিয়া বাবুল
কাঁচা মরিচ
লায়ন মো. গনি মিয়া বাবুল
কাঁচা মরিচের বাজার গরম
গরমের আঁচ লাগছে গায়ে,
উত্তাপ উর্ধ্বাকাশে না গিয়ে
ফিরে আসছে মাটিতে পায়ে।
ঝড়-বাদল তুফান খরা
গাছ লাগানো, বৃক্ষ নষ্ট না করা,
বাজার ধরণী শীতল হবে
মৃত্তিকায় হাজারো গাছ জন্ম নেবে।
কাঁচা মরিচ খাবে কি, খাবে না
জনমনে বাড়ছে এই ভাবনা,
আমজনতার ব্যাথায় ভারী মন
হঠাৎ করে এমন হলো ভাবছে সারাক্ষণ।
কাঁচা মরিচ কাঁচা খাই
দেহ গঠনে পুষ্টি পাই,
কাঁচা মরিচের চাষ করি
সবাই মিলে ঐক্য গড়ি।