ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৪ - ৪:২৮ পূর্বাহ্ন

আগামীর নির্বাচনগুলি উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে : নতুন সিইসি

  • আপডেট: Thursday, November 21, 2024 - 11:37 am

জাগোজনতা প্রতিবেদন : এতোদিন নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গেলো ৩টি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে দেয়াই হচ্ছে নতুন কমিশনের দায়িত্ব। আমরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করব।
এ কথাই বলেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নতুন সিইসি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের চাওয়া ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করব। নিত্যনতুন অনেক চ্যালেঞ্জ আসবে। সেসব মোকাবিলা করে কাজ করতে হবে।
এ সময় নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলেও জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সব দল সুষ্ঠু নির্বাচন চায়। কোথায় কি সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হবে। সংস্কার কমিশনের রিপোর্ট থেকে পরামর্শ আসবে। সবাই মিলে সব সংকট সমাধান করব।
ভোটার তালিকা হালনাগাদ বিশাল চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নির্বাচনকেন্দ্রীক সংস্কার শেষ করতে হবে। সংস্কার কমিশন যত তাড়াতাড়ি রিপোর্ট দিবে তত নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া যাবে।
তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে, অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের এ তথ্য জানানো হয়।