ঢাকা | অক্টোবর ১৩, ২০২৪ - ১২:১১ অপরাহ্ন

শিরোনাম

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র উদ্যোগে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট: Tuesday, March 26, 2024 - 11:51 am

সানজিদা আক্তার শবনম।। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে  সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।