ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবানে ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট: Friday, June 14, 2024 - 4:26 pm

বান্দরবান থেকে জমিরউদ্দীন।। 

বান্দরবান সদরে বিশেষ অভিযান চালিয়ে এক যুবকে দুইশত আশি পিচ ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা। আটককৃত ওই যুবকের নাম মোঃ আব্দুল নূর তোহান(২৪)। সে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের  রশিদুল নবীর ছেলে।

 

আজ শুক্রবার ( ১৪ জুন) এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএনের এসআই (নিরস্ত্র) মাইকেল বনিক এবং এএসআই মোঃ নুর আলমের নেতৃত্বে তাকে আটক করা হয়।

 

এপিবিএন জানায়, বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযানের সময় তালুকদার পাড়া এলাকায় থেকে বিকেল ৫ টায় ৯ নং ওয়ার্ডের টিএন্ডটি পাড়াস্থ সেলিমের টিনসেড গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে ২৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এছাড়াও আসামীর কাছ থেকে একটি স্ম্রাটফোন উদ্ধার করা হয়।

এপিবিএন আরও জানায়, এ বিষয়ে ওই আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা করা হয়েছে। মামলা নং-০৭, তারিখঃ ১৪/০৬/২৪ খ্রিঃ মূলে ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।