ঢাকা | অক্টোবর ১৫, ২০২৪ - ১২:০২ অপরাহ্ন

শিরোনাম

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

  • আপডেট: Sunday, August 25, 2024 - 5:39 pm
মো. হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি।।
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
আজ রোববার (২৫ আগস্ট) কাউখালী আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন কচুখালী এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে দিনব্যাপী সেবাটি প্রদান করা হয়।
এসময় অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় মোট ২৫০ (বাঙ্গালি ১৪৫ ও পাহাড়ি ১০৫) জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
এসময় চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার মেজর জান্নাতুল নাইম এবং মেডিকেল সদস্য উপস্থিত ছিলেন।
বিনামূল্যে সেবা গ্রহণ করে  এলাকার জনসাধারণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।