ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

নরসিংদীতে মাইক্রোবাস-কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নববধূ ও শিশুসহ নিহত ৪

  • আপডেট: Saturday, August 31, 2024 - 8:47 pm

জাগো জনতা অনলাইন।। নরসিংদীতে মাইক্রোবাসের সঙ্গে কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান।

নিহতরা হলেন- কামরুন্নাহার (৩৫), তানজিনা (২৪), সাবিহা (১৪) ও সাজিদ (১২)।

দুর্ঘনটায় আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ আরও চার যাত্রী।

হতাহত সবাই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা।

তারা ঢাকার মিরপুরে আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন বলে স্বজনরা জানান।

তারা বলেন, সদ্য বিয়ে করা ওই গ্রামের ইমরান আহমেদ সপরিবারে মিরপুরে স্ত্রী তানজিনার বোনের বাসায় বেড়াতে যান। সেখান থেকে তারা মাইক্রোবাসে রায়পুরার বড়িতে ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে চারজন নিহত হন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান বলেন, চারটি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি নরসিংদী সদর থানার এসআই ইউসূফ আলী খান।