ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৪ - ৫:০৩ অপরাহ্ন

গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সহধর্মিনীর ইন্তেকাল

  • আপডেট: Monday, September 25, 2023 - 4:25 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল।।

গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সহধর্মিনী আফরোজা বানু শিখা (৬৭) ঢাকার বাংলাদেশ ¯পালাইজড হাসপাতালে গত রোববার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।

আফরোজা বানু শিখা গাইবান্ধা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ জোহর গাইবান্ধা গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়।

তার মূত্যুতে গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোনয়ন হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদী, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ গভীর শোক প্রকাশ করেছেন।