ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ১০:৫৪ অপরাহ্ন

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার 

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 9:47 am
জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালীর থানার ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট সংলগ্ন এলাকায় বালু তোলার ড্রেজারের দুই পাইপের মাঝ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে ছিল কালো রঙের ফুল হাতা গেঞ্জি। মরদেহটি অর্ধগলিত হওয়ায় দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি।

চট্টগ্রামের সদরঘাট নৌ পুলিশ থানার ওসি মো. একরাম উল্লাহ জানান, ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।