ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • আপডেট: Monday, February 17, 2025 - 12:02 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী আয়োজিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম তালুকদারের সার্বিক তত্বাবধানে স্কুল মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ সরকারি কলেজের গনিত বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদার প্রমুখ।

বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গানের প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #