ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৫ - ১:০৬ অপরাহ্ন

শিরোনাম

আলোচিত হিজড়া শিলার গলাকাটা মরদেহ উদ্ধার 

  • আপডেট: Monday, February 3, 2025 - 9:26 pm

জাগো জনতা অনলাইন।। রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ।

তিনি জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে নিজ বাসা থেকে তার গলাকাটা মৃত দেহ উদ্ধার করা হয়।

নিহত হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে বলে জানা গেছে। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলো।

শিলা কাউখালীর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন। কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়াতে বনিবনা না হওয়াতে সেটি ডিভোর্সের জন্য আদালত অবধি গড়ায়।

ওসি সাইফুল ইসলাম সোহাগ আরও বলেন, শিলা নামে এক তৃতীয় লিক্ষের (হিজড়া) ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের পর মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। তার গলা ও পেটে দাড়ালো কিছু দিয়ে কাটার আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।