ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৪ - ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম

গুজব ছড়ানো থেকে বিরত থাকুন : মিজানুর রহমান আজহারী

  • আপডেট: Saturday, October 12, 2024 - 6:57 am

জাগো জনতা অনলাইন।। মালয়েশিয়ায় নিরাপদে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এ নিয়ে যেকোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার (১২ অক্টোবর) সকালে মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

ফেসবুকে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’

দীর্ঘদিন পর গত ২ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। গতকাল শুক্রবার আবারও মালয়েশিয়ায় ফিরে গেলেন তিনি। তবে তিনি মাস খানেক পর আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন।