ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম

আশুলিয়ায় বাড়তি ভাড়া নিয়ে তর্ক, ‘যাত্রীদের মারধরে’ বাসচালক ও সহকারী নিহত

  • আপডেট: Monday, April 8, 2024 - 6:42 pm

সিনিয়র রিপোর্টার।।

ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বেলা ২টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তারা মারা যান।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার ইতিহাস পরিবহনের চালক সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের কাছে বাড়তি ভাড়া চাওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে যাত্রীদের সাথে বাসের চালক ও সুপারভাইজার এর সাথে হাতাহাতি হয়। এসময় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের বাস চালক ও সুপারভাইজার। মারধরের গুরুতর আহত হন তারা। তাদেরকে গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।