বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার অবৈধ কাঠ আটক
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
বাঘাইছড়িতে বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় হাবিলদার মোঃ আমান উল্লাহ এর নেতৃত্বে মাষ্টার পাড়া নুর আলমের স’মিল সংলগ্ন নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক চোরাচালানের উদ্দেশ্যে মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে পানির নিচে বিভিন্ন প্রকার কাঠ/গাছের গুড়ি ডুবিয়ে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় পানির নিচ হতে উঠিয়ে গর্জন কাঠ এবং বাদিগাছ সর্বমোট-১৭৩.০৯ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৪,৩২,৭২৫/-।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা নানা অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি আভিযানিক টহল জোরদার করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্ত ও পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ চোরাচালান দমনে ভবিষ্যতেও বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।











