ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৫ - ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চট্টগ্রামে যুবদলের উদ্দীপনা

  • আপডেট: Sunday, December 21, 2025 - 7:09 pm

জমিয়তুল ফালাহ ময়দান থেকে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত।

চট্টগ্রাম ব্যুরো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে চট্টগ্রামের রাজনীতিতে বইছে উৎসবের আমেজ। এই ঐতিহাসিক দিনকে ঘিরে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল।
রোববার (২১ ডিসেম্বর) ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নগরীর ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দান থেকে স্বাগত মিছিলটি শুরু হয়। মিছিলকে কেন্দ্র করে ইতোমধ্যে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় স্বাগত মিছিল পূর্ব সংক্ষিপ্ত এক সমাবেশে সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন,
দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। যুবসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তাকে বরণ করে নিতে এই স্বাগত মিছিল আয়োজন করা হয়েছে।
সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের রাজনীতির পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট হবে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে চট্টগ্রাম মহানগর যুবদলের এই উদ্যোগ নগর রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, অরুপ বড়ুয়া, আবু সুফিয়ান, মোহাম্মদ আলী সাকি,
সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ূন কবির, মো. এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন হেলাল, গুলজার হোসেন, সাবেক সহকারী সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, ওসমান গনি, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, সাইফুদ্দীন মোহাম্মদ মারুফ, তানভীর মল্লিক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মদ সাগিরসহ আরও অনেকেই।