ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৫ - ৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম

বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা কর্মসূচি

  • আপডেট: Sunday, December 21, 2025 - 5:11 pm

 

বান্দরবান প্রতিনিধি।

বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি (২য় পর্ব) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বান্দরবান সেনা জোনের ট্রেনিং গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পার্বত্য এলাকার বিভিন্ন পাড়ার মোট ৩৯টি চার্চ/গির্জা কমিটি, পাড়াবাসী এবং ৩০০-এর অধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক অনুদান, নির্মাণ ও সংস্কারের জন্য সামিয়ানা, টিন, নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে। তিনি বড়দিন উপলক্ষে আগত সুবিধাভোগীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান।
বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও গতিশীল করবে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।