খাগড়াছড়িতে ৪০ জন অসহায় মানুষের পাশে খাগড়াছড়ি রিজিয়ন
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য জেলা খাগড়াছড়িতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করেন রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।
এ সময় তিনি বলেন, মানবতার সেবায় খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পাহাড়ের সাধারণ মানুষের বাস্তব চাহিদা বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধী ও গৃহহীনদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সহায়তার আওতায় চিকিৎসা ব্যয়, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়াশোনা, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে বিশেষ সহায়তা দেওয়া হয়।
স্থানীয়রা খাগড়াছড়ি রিজিয়নের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।











