কাপ্তাইয়ে জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী “জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সম্পর্কিত অংশীজনদের নিয়ে মনিটরিং প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম সামাজিক স্থিতিস্থাপকতার জন্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার (BERCR-CHT) বিষয়ে রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী হল রুমে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডিয়ান সরকারের অর্থায়নে এবং ইআরআরডি সিএইচটি-ইউএনডিপির সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চিৎমরম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এ সময় তিনি বলেন, জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি আমাদের কারণে যেন পরিবেশের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। প্রশিক্ষণে মূল উপস্থাপক ছিলেন কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যা।
এতে প্রশিক্ষক ছিলেন কনসালটেন্ট মংলাম্যান্ট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, হেডম্যান ও কারবারিসহ ৪০ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।











