প্রচ্ছদ » » বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বুজরুক আলী সিকদার বাড়ির মাদ্রাসার সামনে তাঁর বাড়ি।
পুলিশ জানায়, চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত এ টি এম কাওসার বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।