প্রচ্ছদ » » আজহারুল উলুম ইসলামী একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আজহারুল উলুম ইসলামী একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আজ শনিবার উপজেলার টগবী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে মাদ্রাসা সংলগ্ন আজহার উদ্দিন জামে মসজিদ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি, আজান ও জুমার খুতবা উপস্থাপন করা হয়। এছাড়াও অভিনয়ের মাধ্যমে দুই রাকাআত নামাজের মাসআলা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের ইংরেজি ক্লাসের প্রেজেন্টেশন, ভূগোল ও পৃথিবীর সৃষ্টির ইতিহাস বিজ্ঞান ও কুরআনের আলোকে আলোচনা এবং কোমলমতি শিক্ষার্থীদের একক অভিনয়সহ নানা মনোমুগ্ধকর আয়োজন উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।
অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোস্তাকের রহমান খোকন চৌধুরী, সভাপতি শফিউল্লাহ চৌধুরী, প্রধান শিক্ষক আবু মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন হাফেজ মোঃ অজিউল্লাহ (প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসা দারুল হাদীছ আস-সালাফিয়্যাহ), শায়েখ আব্দুল আলিম, হাফেজ ইব্রাহীম সালাফি (লালমোহন) এবং এএসটি আক্তার হোসেন সাকিল, সাধারণ সম্পাদক, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব।