কাপ্তাইয়ে ৩৮ বছরেও সংস্কার হয়নি বাদশা মিয়ার টিলা জামে মসজিদ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কাপ্তাই লেকের পাশে অবস্থিত বাদশা মিয়ার টিলা জামে মসজিদ। ১৯৮৭ সনে মসজিদটি প্রতিষ্ঠিত হলেও অর্থসংকটের ফলে দীর্ঘ ৩৮ বছরেও জামে মসজিদটির সংস্কার করা হয়নি।
টিলার পাশে প্রায় ৩০টি মুসলিম পরিবার ৩৮ বছর যাবত বসবাস করে আসছেন। এলাকার বসবাসরত লোকজন অতি দরিদ্র। তারা দিনে আনে দিনে খায়। কেউ সাম্পান ও নৌকা চালিয়ে, আবার কেউ হ্রদে মাছ শিকার করে দিনাতিপাত করে থাকেন। তাদের স্বল্প আয়ে কোনোরকমে মসজিদটি পরিচালিত হচ্ছে। অর্থসংকটের ফলে দীর্ঘ ৩৮ বছর যাবত মসজিদটি সংস্কার না করার কারণে মসজিদটির টিন, গাছের খুঁটি নষ্ট হয়ে গেছে এবং হ্রদের পাশে থাকায় মসজিদটির মাটি ধসে যাচ্ছে। পুরাতন টিনগুলো ছিদ্র হয়ে গেছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জানান, অর্থাভাবে মসজিদটি সংস্কার করা যাচ্ছে না। এটি সংস্কার করা না হলে এখানকার লোকজন নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেন না। তাই মসজিদ সংস্কারের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। মসজিদের মুসল্লি সত্তরোর্ধ্ব বয়সী মো. শহীদ উল্লাহ প্রশাসনের নিকট জোর দাবি জানান তাদের মসজিদটি সংস্কার করার জন্য।
মসজিদের ইমাম আমির হোসেন জানান, মসজিদটি জরাজীর্ণ অবস্থায় দীর্ঘ বছর যাবত অবহেলিত অবস্থায় পড়ে আছে। এছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি, হ্রদে পানি বৃদ্ধি এবং ইঞ্জিনচালিত বোটের ঢেউয়ে মসজিদের ভেতরে ফাটল ও মাটি ধস নেমেছে। অর্থসংকটের ফলে এটি সংস্কার করা হচ্ছে না। তিনি প্রশাসন, সমাজের বিত্তবান ও এলাকার সর্বস্তরের মানুষের নিকট মসজিদটি পূর্ণ সংস্কারের জন্য জোর দাবি জানান।
৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, মসজিদটি লেকের পাশে হওয়ায় এটির জন্য ধারক দেয়াল নির্মাণ করতে হবে। ভবিষ্যতে এটি সংস্কার করা হবে।











