দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম রেল শ্রমিকদলের উদ্যোগে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
চট্টগ্রাম ব্যুরো।।
রেল শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বুধবার (১৭ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এম. আর. মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বোর্ড সদস্য ও রেল শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিক, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সেলিম, রেল শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এস. কে. মুজিব, জিয়াউর রহমানসহ চট্টগ্রাম বিভাগীয় রেল শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তারা রেল শ্রমিকদলের দীর্ঘ ৪৫ বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, মহানগর শাখা চট্টগ্রাম (রেজি. নং-বি-১৭৬৫) নিয়মিতভাবে শ্রমিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।











