ঢাকা | ডিসেম্বর ১৭, ২০২৫ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • আপডেট: Wednesday, December 17, 2025 - 6:56 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা কৃষক দলের সভাপতি আমানউল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।

এসময় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কপিল উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মধ্যমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল আলম।