বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান: পার্বত্য চট্টগ্রামের বৈষম্য দূর করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক।
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মুসাফির পার্কস্থ বান্দরবান জেলা নাগরিক পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়।
সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন ক্যাপ্টেন তারু মিয়া (অব:), বীর মুক্তিযোদ্ধা রতন মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা ইউকে চিং বীর বিক্রমের স্ত্রী থুইচা মং মার্মা। পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান তাদের হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাঁদের রণাঙ্গনের স্মৃতিচারণ করে বলেন, পশ্চিম পাকিস্তানের চরম শাসন ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ফসল এই স্বাধীন বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদের প্রাণ এবং দুই লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং লাল-সবুজের পতাকা অর্জন করেছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরেও পার্বত্য চট্টগ্রামে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। তাঁর মতে, বাংলাদেশ স্বাধীন হলেও তিন পার্বত্য জেলায় এখনো ব্রিটিশদের প্রণীত ১৯০০ সালের শাসনবিধি বলবৎ রয়েছে। এই বিধি অনুযায়ী এখানকার ভূমি ব্যবস্থাপনা ও সমাজ-ব্যবস্থা পরিচালিত হওয়ায় স্থানীয় জনগণের ভোগান্তি বাড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, এই অঞ্চলে জমি-জমা ক্রয়-বিক্রয়ে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য সহ প্রায় সকল ক্ষেত্রে বাঙ্গালীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তিনি বলেন, “আমরা এই বৈষম্যের শৃঙ্খল হতে মুক্ত হতে চাই।” স্বাধীনতা পরবর্তী কোনো সরকারই এই সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি বলেও তিনি মন্তব্য করেন।
কাজী মোঃ মজিবর রহমান উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যেমন পশ্চিমাপন্থীদের বিতাড়িত করে বিজয় ছিনিয়ে এনেছিলেন, ঠিক তেমনিভাবে পার্বত্য চট্টগ্রামের সকল বৈষম্য দূর করে এখানে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সকলের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করুন।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল (জালাল), বান্দরবান জেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি আজিজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আবছার, পৌর নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।











