আগুন সন্ত্রাস করে আ’লীগ ফিরে আসতে পারবে না – মুহাম্মদ শাহেদ
চট্টগ্রাম ব্যুরো।।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, আগুন সন্ত্রাসের জননী পলাতক ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণার পর ভারতে বসে বসে এদেশে আবার পুরোনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। ককটেল ফাটিয়ে, বাসে, ট্রেনে আগুন দিয়ে এদেশে আর আ’লীগ ফিরে আসতে পারবে না। এদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।
তিনি গতকাল ২১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের উদ্যোগে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও কেন্দ্রভিত্তিক স্থানীয় জনগণের সাথে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ’র ধানের শীষের সমর্থনে হাজীপাড়া এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রে রূপ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন, এটা কোনো দলের একার নয়—এটি জনগণের আকাঙ্ক্ষার দলিল। এই ৩১ দফায় রয়েছে সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার সুরক্ষা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অরাজনীতিকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের অঙ্গীকার।
আমাদের সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে দিয়েছে—এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী করার জন্যই পলাতক হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছিলেন।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা পেলে এই সংস্কারগুলোই নতুন বাংলাদেশের ভিত্তি হবে। তাই আসুন, গণতন্ত্র উদ্ধার ও রাষ্ট্র মেরামতের এই যাত্রায় সবাই ঐক্যবদ্ধ হই। তিনি এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
হাজীপাড়া ইউনিট যুবদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাসনাতের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন বালি, বাদশাহ মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইয়াকুব খলিফা, মোহাম্মদ ফারুক, বিএনপি নেতা মোহাম্মদ শিমুল, আবু তাহের, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জাহাঙ্গীর আলম বাবু, প্রফেসর সাইদুল হক শিকদার, শাবাব ইয়াজদানী, বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্জুর আলম মঞ্জু, যুগ্ম আহ্বায়ক জানে আলম, নিজাম উদ্দিন, উবায়দুল হক, সদস্য শাহাবুদ্দিন, শফিউল বাশার শামু, মো. ইসলাম, হেলাল উদ্দিন, তাজিম, ইমতিয়াজ, ফারুক, জহির, নজু, সেলিম, সবুর, এনাম, সাজ্জাদ, সাইফুল, কাশেম, পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, মো. রুবেল, তারেক রহমান, এসকান্দর, ওয়ার্ড সদস্য ফারুক, ইমন, নুর ইসলাম, সোহেল, তৌহিদ, আনোয়ার, সুলতান, কেরামত, টিটু, মাসুদ, মহিন, শোয়াইব, নুরুদ্দিন, জয়নাল, ইমরান, রুবেল, রিয়াজ, সাইফুল, মোনাক, রাশেদ, বাদশাহ, আকবর, আজগর, জামাল বাদশাহ, বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদল নেতা রবিউল হোসাইন রাব্বি, জাহেদ, সাকিব, সুমন, আলাউদ্দিন, সাফাত, ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন ইফতি ও আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইমাম উদ্দিন প্রমুখ।











