ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম

থানচির বলিবাজারে নির্বাচনী প্রচারণায় সাচিং প্রু জেরীর পথসভায় মানুষের ঢল

  • আপডেট: Saturday, November 22, 2025 - 7:10 pm

নিজস্ব প্রতিবেদক।

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ৩০০ নং সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। তার প্রচারণা ঘিরে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের ঢল নামে।

শনিবার (২২ নভেম্বর) সকালে জেলার দুর্গম থানচি উপজেলার বলিবাজারে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় যোগ দেন তিনি। এসময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। বলিবাজার সেটে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও দলের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।

তিনি বলেন, “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, নিষ্ঠা, উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়, আমি এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসানসহ অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।” এসময় তিনি বিগত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার খুন, গুম, জুলুম নির্যাতন ও দুঃশাসনের চিত্র তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করে পরিবর্তনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম চৌধুরী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভুইয়াসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় সাচিং প্রু জেরী সম্প্রতি বলিবাজারের অগ্নিকাণ্ড এলাকাও পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে সহযোগিতা প্রদান করেন।