ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক।
ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ভুজপুরের নারায়ণহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।”











