ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ৭:৩০ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়ির হারুয়ালছড়িতে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, November 22, 2025 - 6:48 pm

ফটিকছড়ি প্রতিনিধি।
ফটিকছড়ির হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সমিতির কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন—
প্রফেসর নাজমুল করিম, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না, মিজান সরকার, কৃষি উপসহকারী রুবেল নাথ, সমিতির ব্যবস্থাপক মুহাম্মদ আইয়ুব প্রমুখ।

প্রায় দেড় হাজার সদস্যের উপস্থিতিতে সভায় গত বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী তুলে ধরা হয়। পাশাপাশি সেচব্যবস্থার উন্নয়ন, পানি ব্যবহারে আধুনিক পদ্ধতি চালু এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, কৃষিনির্ভর এ অঞ্চলে সেচব্যবস্থা টেকসই করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত প্রচেষ্টা নিলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষক আরও উপকৃত হবেন।

ফটিকছড়ির হারুয়ালছড়িতে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী।