ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ৭:১৫ অপরাহ্ন

শিরোনাম

ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব-ডা. শফিকুর রহমান

  • আপডেট: Saturday, November 22, 2025 - 6:28 pm

নিজস্ব প্রতিবেদক।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর নিয়ে দলের দাবি আগের মতোই অব্যাহত রয়েছে এবং এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি জামায়াত ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সফরে চট্টগ্রাম কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দেখেন আমাদের এত পজিটিভ এজেন্ডা, আমরা জাতির জন্য কী করব—এগুলো ভাবতে ও বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের—সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ!”

চট্টগ্রামে সফরকালে ডা. শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেবেন। এরপর সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।