কাপ্তাই বিএসপিআই-এ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বিএসপিআই-এর যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ও কাপ্তাই ব্লাড ব্যাংকের সহযোগিতায় ইনস্টিটিউটের উড শপ-এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
বিএসপিআই-এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ব্লাড ব্যাংকের সভাপতি সুগত তঞ্চঙ্গ্যা, ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা, বিএসপিআই-এর প্রকৌশল শাখার বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন এবং শিক্ষার্থী বেলাল হোসেন।
বক্তারা বলেন, মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। রক্ত দিয়ে একটি জীবনকে বাঁচাতে হবে। তাই প্রতিটি মানুষের প্রয়োজন তার নিজ রক্তের গ্রুপ জানা। কাপ্তাই ব্লাড ব্যাংক বিনামূল্যে আর্তমানবতার সেবায় যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।
এ সময় বিএসপিআই-এর সকল বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সকল শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।











