কাপ্তাইয়ে সিএনজি চালক দম্পতির মানবিক উদ্যোগ: নবজাতককে লালন-পালনের দায়িত্ব গ্রহণ
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি):
রাঙামাটির কাপ্তাইয়ে এক হৃদয়স্পর্শী মানবিক ঘটনার জন্ম দিয়েছেন এক সিএনজি চালক দম্পতি। গত শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কাপ্তাই সীতার ঘাট এলাকায় রাস্তায় পড়ে থাকা এক নবজাতক শিশুকে দেখতে পান সিএনজি চালক মিজান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি কাপ্তাই থানা পুলিশকে অবগত করেন এবং পরে সমাজসেবা অফিসকেও জানান।
পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে নবজাতকটি উদ্ধার করা হয়। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সিএনজি চালক মিজান ও তার স্ত্রী সুরমা বেগম নবজাতক শিশুটিকে লালন-পালনের দায়িত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। সুরমা বেগমের কোলে ইতিমধ্যে একটি ছোট শিশু থাকায় তিনি নবজাতকটিকে নিজের সন্তানের মতো দুধ পান করাতে শুরু করেন।
গত সোমবার (২৭ অক্টোবর) শিশুটির হেফাজত হস্তান্তর করা হয় মিজান দম্পতির কাছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন নবজাতকটিকে সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে লালন-পালন করবেন।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন বলেন,
“সিএনজি চালক মিজান ও তার স্ত্রীর এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজে এমন উদাহরণ সবার জন্য অনুপ্রেরণার।”











