ঢাকা | অক্টোবর ২৮, ২০২৫ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

সোনাদিয়া দ্বীপে প্যারাবন কাটায় মামলা

  • আপডেট: Monday, October 27, 2025 - 8:17 pm

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

জেলায় পরিবেশ সংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপে সংরক্ষিত বনাঞ্চল দখল ও প্যারাবন কেটে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। গত শনিবার দিবাগত রাতে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি।

সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনি জানান, সংরক্ষিত বন দখল ও প্যারাবন কেটে চিংড়িঘের তৈরির খবর পাওয়ার পরপরই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি দল সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, সোনাদিয়া দ্বীপে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের তৈরির ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ২০ জনের বিরুদ্ধে একটি এজাহার জমা দেওয়া হয়েছে। এজাহারটি নথিভুক্ত করা হয়েছে।