ঢাকা | অক্টোবর ২৭, ২০২৫ - ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই হ্রদ খননে দীর্ঘ বিলম্বে গভীর দুঃখ প্রকাশ উপদেষ্টা ফরিদা আখতারের

  • আপডেট: Monday, October 27, 2025 - 7:13 pm

নিজস্ব প্রতিবেদক ॥
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাধার কাপ্তাই হ্রদ দীর্ঘ সময় ধরে খনন না হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, “যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, কাপ্তাই হ্রদ খনন অনেক আগেই সম্পন্ন হওয়া উচিত ছিল। এত বছরেও যদি সামান্য খনন কাজও করতে না পারি, তবে বুঝতে হবে আমরা কতটা খারাপ অবস্থায় ছিলাম—মানুষের বেঁচে থাকারও যেন অধিকার ছিল না।”

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদসংক্রান্ত বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “আমরা এখন অনেক দূর এগিয়েছি। হ্রদের নাব্যতা পুনরুদ্ধার, মাছ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধিতে নানা উদ্যোগ চলছে। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যারা দায়িত্বে আসবেন, তারা এই উদ্যোগগুলো আরও এগিয়ে নিয়ে যাবেন।”

সভায় কাপ্তাই হ্রদের নাব্যতা সংকট, মাছের বিলুপ্তি, বিএফডিসি ও মৎস্য ব্যবসায়ীদের দ্বন্দ্ব, অভয়াশ্রম ব্যবস্থাপনা, হ্রদ ড্রেজিংয়ের কার্যকর উদ্যোগ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সেটিই হবে। তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের এখতিয়ার। তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমরা কেবিনেটের নিয়মিত দায়িত্ব পালন করে যাবো।”

তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে তিনি রবিবার কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, বিএফডিসির উপকেন্দ্র, অভয়াশ্রম এবং হ্রদসংলগ্ন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন ও মো. রুহুল আমিন, সিভিল সার্জন ড. নুয়েন খীসা, জেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা।