পুরোদমে চালু হলো মেট্রোরেল
জাগো জনতা অনলাইন।। রাজধানীতে মেট্রোরেলের সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি(ডিএমটিসিএল)।
গতকাল রোববার ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে যুবকের মৃত্যুর পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো।
আজ সোমবার সকাল ১১টা থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল।
এরআগে গতকাল আলাদা আলাদা করে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ অংশ পর্যন্ত মেট্রোরেল চালু হয়। এরমধ্যে গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে উত্তরা-আগারগাঁও অংশ ও সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে মতিঝিল-শাহবাগ অংশ চালু হয়। মেট্রোরেল বন্ধের ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এতে সড়কে গণপরিবহনে চাপ বেড়ে যায়।











