ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৪০

  • আপডেট: Friday, September 19, 2025 - 4:33 pm

চট্টগ্রাম সংবাদদাতা।।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট গ্যাসপাম্পের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সৌদিয়া ও ঈগল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগামী দুটি বাস একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং পরিস্থিতি হুড়োহুড়িতে পরিণত হয়। এতে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।