ফটিকছড়িতে বাসচাপায় এক নারীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নাজিরহাট-মাইজভান্ডার সড়কের দরবার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম তুলশি দেবী (৫৫)। তিনি খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাথ পাড়ার মৃত পরিমল নাথের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দরবারের দিকে যাত্রারত একটি দ্রুতগামী বাস রাস্তা পার হচ্ছিলেন তুলশি দেবীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাকারী বাসের নম্বর ছিল চট্টমেট্টো-ছ ১১-৪০১২। ঘটিয়ার পর চালক ও হেল্পার বাসটি ফেলে পালিয়ে যায়।
নিহত নারীর ছেলে মিন্টু নাথ জানান, তারা ঘটনাস্থলের পাশে একটি ভাড়া বাসায় পরিবারসহ থাকেন। তার মা বাসায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
আরেক প্রত্যক্ষদর্শী কায়েম আব্দুল্লাহ বলেন, দরবার থেকে জিয়ারত শেষে তিনি বাইক চালিয়ে ফিরছিলেন। এমন সময় কমিউনিটি সেন্টারের সামনে বাসটি মহিলাকে চাপা দিলে তার মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। ঘাতক বাস আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।